কাচাঁ মরিচে আগুন !

রাজধানীর বাজারে এক সপ্তার ব্যবধানে কাচাঁ মরিচের কেজিতে ৬০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২ শ টাকা। মরিচের পাশাপাশি দাম বেরেছে অন্যান্য সবজির দামও। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়েছে একাধিক সবজির দাম।

শনিবার (২৫ জুলাই) সকালে হাজারিবাগ, মোহাম্মদপুর, মিরপুর সহ বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। এক মাস আগে প্রতি কেজি কাঁচা মরিচ খুচরা বাজারে ৬০-৮০ টাকায় বিক্রি হয়েছে। বৃষ্টি ও বন্যার কারণ দেখিয়ে মরিচ বুধবারও ১৬০ থেকে সর্বোচ্চ ১৮০ টাকায় বিক্রি হয়েছে। তবে শুক্রবার আরেক দফা কেজিতে ২০-৩০ টাকা বেড়ে পণ্যটি বিক্রি হয়েছে ১৯০-২০০ টাকায়।

মাছের বাজারে ইলিশের আমদানি যথেষ্ট থাকায় , হালি সাড়ে ৩ থেকে ৩ হাজারের মধ্য বিক্রি হচ্ছে ইলিশ । আর অন্য মাছ ক্রেতা শুন্যের অজুহাতে রুই কতলা সহ ছোট মাছের কেজি ৭০ থেকে ৮০ টাকা বেশী বিক্রি করছে বিক্রেতা। করোনায় মহামারিতে কর্মহীন মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে থাকায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা ।

মাংসের বাজারে গরু খাসি বেধেঁ দেয়া দামে বিক্রি হলেও ৩০ টাকা বেড়ে লাল কক বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি আর ব্রায়লার মুরগী বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি ।