
প্রতিদিনই দিন মজুরের হাট বসে বগুড়া শহরের মাটিডালী এলাকায় বগুড়া সদর উপজেলা পরিষদের পাশে। সেখানে বিভিন্ন এলাকা থেকে কাজের সন্ধানে লোকজন আসেন। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ৬ থেকে ৭ জন দিন মজুর রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রুতগামী একটি পিকআপ তাদের চাপা দেয়। এঘটনায় তাৎক্ষনিক ৬ জন আহত হয়। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পিকআপসহ চালক পালিয়ে গেছে।
ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবির। নিহতরা হলেন- বগুড়া সদরের খামারকান্দি গ্রামের কিরাম মণ্ডলের ছেলে রশিদুল ইসলাম (৫০), তেলিহারা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে আবু জাফর (৪৫) ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার খামার পানগাছি গ্রামের মৃত জালাদু শেখের ছেলে আজগর আলী (৪৫)।