
ভিডিও লিংক নিচে দেয়া আছেঃ
বাঙালির বিয়ে মানে যেখানে তিন দিনের বিশাল অনুষ্ঠান, জাঁকজমক।আর সেখানে খাদ্যরসিক বাঙালির জন্য থাকবে নানা খাবারের আয়োজন। বাঙ্গালির যে কোন বিয়ের অনুষ্ঠানে আজকাল থাকে বিশাল আয়োজন কেননা বিয়ে তো একবার করে তাই আয়োজনটা বিশাল না হলে কি আর হয়?
প্রতিটা বিয়ের অনুষ্ঠানে একদিন আগ থেকে গায়ের হলুদ থেকে শুরু করে বিয়ে এবং ছেলের বাড়ির বৌ-ভাত আরো কত কি আয়োজন আর যদি ছেলের আর্থিক অবস্থা ভালো থাকে তাহলে’তো অনুষ্ঠানের শেষ নেই। তাদের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রন পায় সমাজের বা আত্নী-স্বজনের মধ্যে বৃদ্ধশালী পরিবার।
কিন্তু আজ আপনাদের মাঝে এমন একটি ঘটনা নিয়ে হাজির হলাম যে ঘটনা সচারচর ঘটে না এমন বিয়ের অনুষ্ঠান সহজে সমাজে দেখা যায় না।নতুন এই দম্পত্তি তারা অন্যদের থেকে আলাদা ভাবে অনুষ্ঠান করে সমাজের মধ্যে তাক লাগিয়ে দিলেন।
তারা লোক দেখানো অনুষ্ঠা না করে এবং সমাজের বৃদ্ধশালীদের আমন্ত্রন না করে গরীব, দিন মজুরদের দাওয়াত দিয়ে পেট ভরে খাওয়ালেন। নতুন এই দম্পত্তি এমন কাজ দেখে সমাজের সকলে তাদেরকে প্রশংসা করছেন।
অনেকেই প্রশংসা করছেন তাঁদের এমন ব্যতিক্রম সি’দ্ধান্তের।কিন্তু কতজন তাঁদের মতো সাহসী হয়ে উঠতে পারবেন তা বলা মুশকিল। কিন্তু তবু কিছু দৃষ্টান্ত থাকে যা ভাবতে শেখায়। তেমনই দৃষ্টান্ত নবদম্পতি দেবীপ্রসাদ-তিথি।
তাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দেয়া লিংকে ক্লিক করে ভিডিও দেখুন।
ভিডিওর লিংকঃ https://youtu.be/w_QelYaFeUg