ট্রলের শিকার হওয়া ছেলেটিই আজ শাহরুখের ছবির পরিচালক, দেখুন ভিডিও সহ বিস্তারিত।

ভিডিও লিংক নিচে দেয়া আছেঃ

আমাদের সমাজে প্রায় দেখা যায় গায়ের রং কালো বা দেখতে খারাপ মানুষদের বিভিন্ন ট্রলের শিকার হতে হয়। ছেলে-মেয়ে দু’জনেই এই সমস্যায় পরতে হয়। এমনি ভাবে এমন ঘটনার শিকার হতে হয় এটলি কুমারকে।

এটলি কুমার কে চিনেন তো ? এটলি কুমার হচ্ছে ভারতে একজন জনপ্রিয় পরিচালক। যার পরিচালিত প্রায় সকল মুভি সুপার হিট।তিনি বর্তমানে একজন জন প্রিয় পরিচালক হলেও তার অতীত ছিল অনেক কষ্টের। তার গায়ের রঙ কালো বলে তিনি অনেক ট্রলের শিকার হতে হয়।

সুন্দরী স্ত্রী থাকার কারণেও অনেক ট্রলের শিকার হতে হয়। তিনি তার সুন্দরী বউকে নিয়ে এক সাথে ছবি ফেইসবুকে শেয়ার দেয়ার তখন সবাই তাকে নিয়ে ট্রল করে যে এতো সুন্দর মেয়ের সাথে এতো কালো ছেলে কিভাবে কি? অনেকে বলতে থাকলের যে ছেলেটির হয়তো অনেক টাকা তাই মেয়েটি টাকার দেখে কালো ছেলেটিকে বিয়ে করে…। এমন অনেক ট্রলের শিকার হতে হয়।

অথচ বাস্তব হচ্ছে মেয়েটি ছেলেটির গুনে মুগ্ধ হয়ে ছেলেটিকে ভালোবেসে বিয়ে করে। তারা দু’জন অতীতের এমন সকল ট্রলকে পিছে ফেলে নিজেদেরকে সকলের মাঝে জনপ্রিয়ে হয়ে উঠের তাদের নিজেদের যোগ্যতার মাধ্যমে।

এমনো সময় গেছে যে এটলি কুমার শাহরুখ খানের সাথে একটি ছবি তোলার জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু পারে নাই অথচ সেই শাহরুখ খান এখন তার পরিচালাহিত মুভির নায়ক। বর্তমান সুপার হিট মুভি জাওয়ান এর পরিচালক হচ্ছেন এটলি কুমার। এই হচ্ছে এটলি কুমারের বর্তমান পরিচয়।

তার মুভিতে অভিনয় করতে ভারতের প্রায় সকল নায়ক-নায়িকা একপায়ে দাঁড়ানো। বলার সাথে সাথে রাজি হয়ে যান শাহরুখ খান,সালমান খান,আমির খান সহ সকল জনপ্রিয় নায়ক-নায়িকারা।

তার সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিচে দেয়া লিংকে ক্লিক করুন।

ভিডিওর লিংকঃ https://youtu.be/RQlVUpXgHCw