অনার্স ছাত্র আজ সফল ছাগল খামারি, ২৫টি থেকে আজ ১০০বেশী ছাগল, দেখুন ভিডিও সহ বিস্তারিত।

ভিডিওটার লিংক নিচে দেয়া আছেঃ

ছাগলকে সাধারণত গরিবের গাভী বলে উপাধি দেয়া হয়ে থাকে এবং কম পূঁজির ব্যবসার মধ্যে এটি বর্তমানে অধিক লাভজনক একটি ব্যবসা। বর্তমানে প্রচুর মানুষ পারিবারিক খামারে বা গৃহস্থালীতে ছাগল পালনের মাধ্যমে দুধ এবং মাংসের চাহিদা পূরণ করছেন, এছাড়াও ছাগলের দুধ, মাংস, পনির বিক্রি করেও অর্থ উপার্জন করছে।

গৃহপালিত প্রাণীর মধ্যে ছাগল অন্যতম। সাধারণত একটি স্ত্রী ছাগীর বাচ্চা প্রসব করতে সময় লাগে মোটামুটি ৭-৮ মাসের মত, এবং একই সাথে এরা ২-৪ টি বাচ্চা প্রসব করতে সক্ষম। ছাগলকে বাড়ি থেকে সাধারণত খুব বেশি খাবার সরবরাহ করতে হয় না, গ্রামের রাস্তার পাশের লতাপাতা, ঘাস, আগাছা, এগুলো খেতে দেয়ার যায় জন্য খরচের পরিমানটাও কমে আসে।

ছাগল পালনের ক্ষেত্রে সঠিকভাবে ছাগলের প্রজাতি নির্বাচন, ছাগল ক্রয়, আবাসস্থল নির্বাচন থেকে শুরু করে আরও বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে, আর যেগুলো অনুসরণ করে আপনিও হয়ে উঠতে পারেন একজন সফল উদ্যোক্তা।

ছাগল পালন সম্পর্কে অনেকেই সঠিক দিক নির্দেশনা খুঁজে পান না, যার জন্য অনেকেই দ্বিধা-দ্বন্দ্বে ভুগতে থাকেন যে কিভাবে আসলে শুরু করা যায় এই ছাগল পালন। এমনি একটি বাস্তব ঘটনা এবং সফল খামারিকে নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।

যিনি একজন সফল খামার ব্যবসায়ী। তিনি অনার্সে লেখাপড়ার পাশাপাশি আজ একজন সফল ছাগল ব্যবসায়ী। যিনি ২৫টি ছাগল দিয়ে শুরু করে আজ ১০০টির বেশি ছাগলের মালিক। তার মাখেই শুনুন তিনি কিভাবে আজ এই সফলতা পেয়েছেন। ভিডিওর লিংক নিচে দেয়া হল।

ভিডিওর লিংকঃ https://youtu.be/_fppN39xRfY