যে কোন হাঁস উনার কাছে ডিম দিতে বাধ্য, ৯৭% ডিম মাসে ৬০-৭০ হাজার টাকা আয়, দেখুন ভিডিও সহ বিস্তারিত।

ভিডিওটার লিংক নিচে দেয়া আছেঃ

বর্তমানে গ্রাম্য এড়িয়ায় হাঁস পালন খুবই জনপ্রিয়তা পাচ্ছে। নতুন যারা লাভজনক হাঁস পালতে চাচ্ছে তাদের জন্য হাঁস পালন পদ্ধতি নিয়ে পুরো আর্টিকেল।আমাদের দেশে হাঁসের বেশ ভালই জনপ্রিয়তা আছে । তবে আমাদের দেশের আবহাওয়া হাঁস পালনের ক্ষেত্রে উপযোগী।

কিন্তু আমাদের দেশে হাসের চেয়ে মুরগির জনপ্রিয়তা টাই বেশি। কিন্তু বর্তমানে ও হাঁসের ভালোই জনপ্রিয়তা রয়েছে আমাদের দেশে।আর এটা সকলেই জানে যে, বাড়িতে যদি হাঁস পালন করা হয় তবে ডিমের যোগান নিশ্চিত। এতে করে শিশুদের অপুষ্টি দূর হয় এবং পুষ্টির ঘাটতি মিটে ।

হাঁসের ডিম অনেক পুষ্টিকর ।আমরা সবাই জানি যে, হাঁসের মাংস অন্য যেকোনো মাংসের তুলনায় শরীরের জন্য অনেক উপকারী ।তবে বাংলাদেশের আবহাওয়া হাঁস পালনের জন্য একদম উপযোগী এবং লাভবান।

এমনি হাস খামারির বাস্তব ঘটনা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। যিনি হাস পালন করে হাস একন সফল খামারি। যার খামারে প্রায় ৯৭% হাস ডিম দিয়ে থাকে তার মত এমন সফল খামারী বিরল তাই উনার থেকে উৎসাহ পেয়ে যেন বাকি খামারীরা হাস পালনে উৎসাহ পান এর জন্য উনার নিজের মুখে দেয়া ইন্টারভিউটি আপনাদের মাঝে নিয়ে আসলাম। ভিডিওটি দেখতে নিচের দেয়া লিংকে ক্লিক করুন।

ভিডিওর লিংকঃ https://youtu.be/ftGULqRNbFs