
ভিডিওটার লিংক নিচে দেয়া আছেঃ
আমরা হচ্ছি মাছে-ভাতে বাঙালি। মাছ ছাড়া আমাদের একদিও চলে না। মাছ নিয়ে বাঙালির মনের কোণে আছে তীব্র আবেগ ও ভালোবাসা। একজন বাঙালি পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, মাছ তাকে কাছে টেনে নেবেই। তাই তো ‘মাছে-ভাতে বাঙালি’ যেন বাঙালি জীবনের ঐতিহ্য বহন করে।
সেই প্রিয় খাবার মাছকে ধরার জন্য যে যার সুবিধার মত করে বিভিন্ন ফাঁদ তৈরি করে থাকি। তার মধ্যে জনপ্রিয় কিছু ফাঁদ রয়েছে যা দিয়ে বাঙালি প্রচীন কাল থেকে এখনো মাছ ধরে থাকে। সেই ফাঁদ গুলো হচ্ছেঃ
১/ জখম করার হাতিয়ার:
২/টানাবড়শি:
৩/বোতল দিয়ে ফাঁদ তৈরিঃ
৪/কোঁচ দিয়ে মাছ শিকারঃ
৫/কর্মরেন্ট পাখি দিয়ে মাছ শিকারঃ
৬/হাঁসের বাচ্চা দিয়ে মাছ শিকারঃ
৭/খুঁটিতে বসে বসে মাছ শিকারঃ
৮/ঝাঁকিজাল দিয়ে মাছ ধরাঃ
৯/ফলিং নেট দিয়ে মাছ ধরাঃ
১০/ধর্ম জাল দিয়ে মাছ ধরাঃ
১১/ঠেলা জাল দিয়ে মাছ ধরাঃ
১২/পলো ইত্যাদি
উপরের উপকরণ ছাড়াও আরো অনেক অজানা মাছ ধরার ফাঁদ রয়েছে। বর্তমান সময়ে মানুষ তার প্রতিভাবে কাজে লাগিয়ে অনেক আধুনিক পদ্ধতি ব্যবহার করে অতি সহজে মাছ ধরছে।
তেমনি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে যে ভিডিও এখন ভাইরাল নেট-দুনিয়া এবং তা সবার মুখে মুখে।
ভিডিওতে দেখা যায় যে দুই যুবক একটি খালের মাধ্যে তরমুজ দিয়ে ফাদ তৈরি করে অনেক মাছ ধরলেন। তার মাছ আছে এমন একটি খালে গিয়ে তরমুজ দিয়ে ফাদ তৈরি করলেন ভিডিওতে দেখা যায় যে তরমুজকে কেটে এর মধ্যে মাছের খাবার দিয়ে অসাধারণ টেকনিকের মাধ্যে চমৎকার একটি ফাদ তৈরি করলেন যে ফাদ বা টেকনিক মাছ ধরার এই প্রথম আবিষ্কার।
তাদের এই আবিষ্কার বা মাছ ধরার ফাদ বা টেকনিক দেখে অবাক ইন্টারনেট জগতের সবাই। তার যখন এই পদ্ধতিতে মাছ ধরের সেই মূহুর্তে কেউ একজন ভিডিও করে ফেইসবুকে আপলোড করেন সেই ভিডিও এখন ভাইরাল নেট-দুনিয়ায়। ভাইরাল ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এলাম। ভিডিওটা দেখতে নিচের লিংকে ক্লিক করুন।
ভিডিওর লিংকঃ https://youtu.be/0Bdxe7yvsMY