
ভিডিওটার লিংক নিচে দেয়া আছেঃ
আগে একটা সময় ছিল যখন মানুষজন দেশের প্রতিদিনের খবর পাওয়ার জন্য নির্ভরশীল ছিল টিভির উপরে। কিন্তু এখন ইন্টারনেটের কারণে সব খবরই এখন আমাদের হাতের মুঠোয়। বাড়িতে বসে মোবাইল ফোনেই দেখতে পাই আমার সেসব। ইন্টারনেট এখন যেনো মানুষের সমস্ত ভাবনা চিন্তাকে নিয়ন্ত্রণ করছে।
মোবাইল খুললেই যেন একটা অন্য পৃথিবী। কখনো কোন বয়স্ক মহিলার অসাধারন নাচের ভিডিও আবার কখনো কোন শিশুর রান্না করার ভিডিও ভাইরাল হচ্ছে।
তবে শুধু মানুষ নয় সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকাল গরু, ছাগল থেকে শুরু করে বিড়াল, ইঁদুর সবাই ভাইরাল হয়েছে। তবে এই সব প্রাণীর তালিকা সাপ ও থাকে। সাপ নাম শুনলেই আমাদের প্রায় সকলের পিলে চমকে ওঠে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সাপও বিপদ না বুঝলে কাউকে আক্রমণ করে না। সাপের গায়ে কোন রকম আঘাত লাগলে বা সে যদি বিপদ অনুভব করে তবেই দংশন করতে যায়। সাপুড়ে ছাড়া সাপকে ভয় পায় না এমন মানুষ খুব কমই আছে বোধহয় পৃথিবীতে।
সাধারণত বনে জঙ্গলেই এদের দেখা যায় বেশি।তবে সমস্ত সাপের মধ্যে, কিং কোবরা ধরা কোনও সময়ই সহজ নয়। এই সাপ যেমন বিষধর, তেমনই ধূর্ত। সেরকম একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন যুবগ সে তার টেকনিক খাটিয়ে খুব সহজে সাপ ধরে সবাইকে অবাক করে দিল। সে যখন সাপ ধরছিল আর সেই মুহূর্তে কেউ একজন মোবাইলে ভিডিও ধারন করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। আর সেই ভিডিও এখন নেট- দুনিয়ায় ভাইরাল।
আর সেই ভাইরাল ভিডিওটা আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য নিয়ে এলাম। ভিডিওটা দেখতে নিচের লিংকে ক্লিক করুন।
ভিডিওর লিংকঃ https://youtu.be/UxAPrNPJcCM