
ভিডিওর লিংক নিচে দেয়া হলঃ
সাপ হিংস্র প্রাণীদের মধ্যে এটি একটি অন্যতম প্রাণী। যে প্রাণীটির একটি ছোবলে মারা যায় অনেক প্রাণী।তাই সবকে ভয় পায় না এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর। তবু আমাদের আশেপাশে এমন কিছু মানুষ রয়েছে যারা সাপকে ভয় না পেয়ে সাপের সাথে মেলামেশা করে।
আজকের কনটেন্টি তৈরি করা হয়েছে এমনই একজন যুবককে নিয়ে। যার ক্ষুদ্র আবিষ্কারের ফলে ধরা পড়েছে জঙ্গলের বিশাল চারটি বড় সাপ।সে চারটি সাপ ধরার জন্য কোন যন্ত্রপাতি ব্যবহার করেন নাই। তার মাথার বুদ্ধি খাটিয়ে বাশ দিয়ে তৈরি করল সাপ ধরার ফাদ। তারই আবিষ্কারটি ছিল বেশ চমৎকার।
এ চমৎকার আবিষ্কারটি ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দিলে মুহূর্তে ছড়িয়ে পড়ে দেশ ও দেশের বাহিরে। তা দেখে নেটের জন্য এই যুবকের প্রশংসায় বাসাচ্ছে। এবং শুভকামনা জানাচ্ছে তার উজ্জ্বল ভবিষ্যতের। অনেকে তার সৃজনশীলতা দেখে মুগ্ধ।অভিজ্ঞ ক্যাচার প্রায় যেকোনো সাপ ধরতে পারে।একটি হুক দিয়ে, সে তার হাত দিয়ে স্থির করার জন্য এবং পরবর্তীতে ধরার জন্য সাপের মাথা টিপে দেয়, অথবা সে শুয়ে থাকা সাপটিকে মাটির উপরে তুলে আরও উপযুক্ত পৃষ্ঠে স্থানান্তর করতে পারে৷
যুবকের এই সাপ ধরার অভিজ্ঞতা শেয়ার করেছে সবার মাঝে তাই আমরা ভিডিওটি সংগ্রহ করে আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম। ভিডিওতে রয়েছে স্টেপ বাই স্টেপ। সম্পুর্ণ ভিডিওটি দেখুন নিচের লিংকে গিয়ে।
ভিডিওর লিংকঃ https://youtu.be/O-UTJ4aCB_o