
ভিডিওর লিংক নিচে দেয়া হলঃ
টুনা হচ্ছে বিখ্যাত সুস্বাদু সামুদ্রিক মাছ। বঙ্গোপসাগরে এই মাছ তেমন একটি পাওয়া যায় না।সাধারণত বঙ্গোপসাগরে যে সকল টুনা পাওয়া যায় তার ওজন ৪ থেকে ৫ কেজির বেশি হয় না।তবে মাঝে মাঝে অনেক বড় আকৃতির ৪০-৫০ কেজি ওজনের টুনা মাছ ধরা বঙ্গোপসাগরে পড়ে। টুনা হচ্ছে বিখ্যাত সুস্বাদু সামুদ্রিক মাছ। বঙ্গোপসাগরে এই মাছ তেমন একটি পাওয়া যায় না।
সাধারণত বঙ্গোপসাগরে যে সকল টুনা পাওয়া যায় তার ওজন ৪ থেকে ৫ কেজির বেশি হয় না।তবে মাঝে মাঝে অনেক বড় আকৃতির ৪০-৫০ কেজি ওজনের টুনা মাছ ধরা বঙ্গোপসাগরে পড়ে । বঙ্গোপসাগরে যে টুনা মাছটি পাওয়া যায় তা বিশ্ব বিখ্যাত ব্লু ফিন টুনা নয়। ব্লু ফিন টুনার দাম অবিশ্বাস্য, একেক টি টুনা মাছের দাম কয়েক লাখ টাকা থেকে কয়েক কোটি টাকা পর্যন্ত হতে পারে। সামুদ্রিক এই মাছটি এমনিতেই অনেক সুস্বাদু।
মাছ টি ছিল তাদের অনেক শখের। তারা পারতো নিজে নিজে মাছটিকে খেয়ে ফেললে। কিন্তু তারা তা না করে অনেক বড় একটি মহৎ কাজ করেছেন। মাছটিকে এনে ভালোবাবে কেটে ধুয়ে রান্ন করলেন। পরে এটিকে দিয়ে বিরিয়ানি পাক করে অসহায় মানুষদের কে বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসলেন। যা ইন্টারনেটে ভিডিও করে আপলোড দেওয়ার সাথে সাথে তুমুল পরিমানে ভাইরাল হয়ে যায়।
ভিডিওটি দেখতে লিংকে ক্লিক করুনঃ https://youtu.be/hh34Cr9VDu4