
ভিডিওর লিংক নিচে দেয়া হলঃ
এক গ্রামের বনে দেখা দিয়েছে বিশালাকৃতির 1 অজগর সাপ।একটি কৃষকের গাভীর বাচ্চা আস্ত খেয়ে ফেলে।দেখে গ্রামের লোকজন আতঙ্কের মধ্যে পড়ে যায়। পুরো গ্রামের মধ্যে হইচই পড়ে যায়।গ্রামবাসীরা প্রথমে বনেরমধ্যে কিছু একটা আছে বলে ধারণা করা।তারপর বনে ঢুকে খুঁজতেই বেরিয়ে এলো এই বিশাল আকৃতির অজগরটি।
প্রথমত তারা সকলেই আতঙ্কের মধ্যে পড়ে যায়। তারা প্রথমেই চাইলে সাপটিকে মেরে ফেলতে পারতো। কিন্তু তারা বুঝতে পারে এই সাপ আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। যা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তারপর তারা একটি বন্যপ্রাণীর উদ্ধারকারী বাহিনীকে খবর দেয়।
খবর পেয়ে বন্যপ্রাণী উদ্ধারকারীরা প্রায় 40 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই গ্রামে ছোটে চলে আসে সাপটিকে উদ্ধার করার জন্য।উদ্ধারকারী বাহিনী এসে দেখতে পেলো সাপটি একটি ঝুপের মধ্যে লুকিয়ে আছে।তারপর উদ্ধারকারী বাহিনীর একজন সাপটিকে টেনে ঝুপ থেকে বের করে।তা দেখতে গ্রামের উৎসুক জনতার ভিড় জমে যায় মুহূর্তের মধ্যে।
তিনি সাপটিকে উদ্ধার করার পর গ্রামের লোকজনকে এই সাপ সম্পর্কে বিভিন্ন তথ্য জানিয়ে দিচ্ছে।এবংসাপ টিকে কয়েকজন মিলে জঙ্গল থেকে বের করে বাইরে নিয়ে আসলেন।পরিষ্কার জায়গা রাখার পর সে যে বাচ্চাটি কে শিকার করেছিল।আস্ত গাভীর বাচ্চা টিকে মৃত আবার সে বের করে দিল।
কেননা এরকম সাপ ধরার ঘটনা গ্রামে হরহামেশা হয় না। যার কারণে এ ধরনের সাপ ধরার দেখার জন্য গ্রামের উৎসুক জনতা ভিড় করেছে।তিনি সাপটিকে উদ্ধার করার পর রাস্তায় নিয়ে গ্রামের উৎসুক জনতাকে কিছুক্ষণ এই সাপটির খেলা দেখালেন।এবং এই সাপ সম্পর্কে বিভিন্ন তথ্য তাদেরকে জানিয়ে দিলেন।সবশেষে তিনি এই সাপটিকে একটি বস্তার মধ্যে ভরে নিয়ে গেলেন।তিনি সাপটিকে নিয়ে লোকালয়ের বাহিরে এক জঙ্গলের মধ্যে মুক্ত করে দিলেন। তিনি প্রায় বিশ বছর ধরে এই মহৎ কাজটি করে যাচ্ছেন।
ভিডিওটি দেখতে লিংকে ক্লিক করুনঃ https://youtu.be/yuLLAHkcaNI