
ভিডিওর লিংক নিচে দেয়া হলঃ
সাপের মত দেখতে হলেও কুচিয়া এক প্রকার মাছ। আমাদের দেশে সর্ব সাধারণের কাছে জনপ্রিয় না হলেও আর্ন্তজাতিক বাজারে কুচিয়া মাছের ব্যপক চাহিদা রয়েছে। কুচিয়া মাছ চাষ পদ্ধতি জানা না থাকার কারনে বাণিজ্যিক ভাবে চাষাবাদ করা হয় নাই। কিন্তু বর্তমানে দেশের বিভিন্ন জেলাতে বাণিজ্যিক ভাবে চাষাবাদ শুরু হয়েছে।কুচিয়া মাছ বাংলায় যেমন- নানা (কুইচ্চা, কুঁচে, কুচো) নামে পরিচিত আছে। তেমনি ইংরেজিতে বিভিন্ন নামে পরিচিত।
আমাদের দেশে খাল-বিল, পচা পুকুর, হঁওড়-বাওড়, ধানক্ষেত এবং বন্যাপ্লাবিত অন্চলে কুচিয়া পাওয়া যায়।প্রকৃতির ভারসাম্য ঠিক রেখে অধিক বৈদাশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে এখনই বানিজ্যিকভাবে কুচিয়া মাছ চাষ পদ্ধতির প্রচলন করা খুবই জরুরী । এক দিকে যেমন প্রকৃরি ভার সাম্য রক্ষা হবে, তেমনিভাবে কুচিয়া মাছ চাষ করে বিপুল পরিমানে বৈদাশিক মুদ্রা অর্জন করা সম্বভ হবে।কুচিয়া মাছ মাটির অনেক নিচ পর্যন্ত গর্ত করে এক পুকুর থেকে অন্য পুকুরে চলে যায়। ভিডিওতে দেখা যায় লোকটি অনেক সুন্দরভাবে খুব সহজে সাপের মত দেখতে মাছটি ধরে সবাইকে তাক লাগিয়ে দিলেন।
এটি ছিল একটি অপ্রত্যাশিত ঘটনা ভিডিও ধরনের মাধ্যমেই ইন্টারনেট থেকে এ খবরটি ছড়িয়ে পড়েছে। আর এই ভিডিও মানুষের মনে ব্যাপক সারা ফেলেছে। মুহুর্তে মধ্যেই ইন্টারনেটে ভাইরাল হয়ে পরেছে এই ভিডিও। এই রকম ভিডিও মানুষ আগে কখনো দেখে নি। যার কারনে সবাই খুব আগ্রহের সাথে এটি দেখছে।
ভিডিওটি দেখতে লিংকে ক্লিক করুনঃ https://youtu.be/63fVnvca7E0