
ভিডিওর লিংক নিচে দেয়া হলঃ
আধুনিক ডিজিটাল জীবনে আট থেকে আশি এখন সকলের কাছেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা থাকে। ইন্টারনেট জগত এখন বিশ্বের এক প্রান্তে বসে থাকার কোন মানুষের সাথে অন্য প্রান্তের যোগাযোগ মুহূর্তের মধ্যে করিয়ে দিতে পারে।
ইন্টারনেট দুনিয়াতে মাঝে মাঝে এমন কিছু দেখা যায় যা দেখে চক্ষু চড়কগাছ হতে বাধ্য হয় সাধারণ মানুষের। বিশেষ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে রকমারি ভিডিও ভাইরাল হয়। মাঝে মাঝে এই ভাইরাল ভিডিওর তালিকায় জায়গা করে নেয় বিভিন্ন মানুষের প্রতিভার ভিডিও।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে একটি গরু একটি খোলা মাঠে দাঁড়িয়ে আছে এবং একটি বিপজ্জনক সাপ তার সামনে আছে। গরুটি সাপের কাছাকাছি আসতেই ফণা তুলে বসে। গরুটা ধীরে ধীরে সাপের কাছে এসে শুঁকে।
তবে আশ্চর্যের বিষয় হল ঐ কিং কোবরা একবারের জন্যও গরুটিকে আক্রমণ করেনি। ভিডিওর শেষে যা ঘটেছে তা সহজে কেউ বিশ্বাস করতে পারবে না। হ্যাঁ, শেষ পর্যন্ত গরুটি সাপটিকে চাটতে চেষ্টা করেছিল, কিন্তু সাপটি তাতেও আক্রমণ করেনি। এই ভাইরাল ভিডিওটি শেয়ার করেছেন IFS অফিসার সুশান্ত নন্দা। ভাইরাল ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।
ভিডিওটি দেখতে লিংকে ক্লিক করুনঃ https://twitter.com/i/status/1687139373329039360