‘টিপ টিপ বর্ষা পানি’, শাড়ির আঁচল খুলে দুর্দান্ত নাচ এই যুবতীর,ভাইরাল সেই ভিডিও।

ভিডিওর লিংক নিচে দেয়া হলঃ

কেবলমাত্র অভিনেতা অভিনেত্রীরাই নয় আমাদের চারিদিকে ছড়িয়ে রয়েছে যারা হয়তো সুযোগ পেলে আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের নাম কামাতে পারতেন। কিন্তু শুধুমাত্র সুযোগের অভাবে আজ তারা ব্রাত্যই থেকে গিয়েছে। তাদের নতুনভাবে সামনে আসার সুযোগ করে দিয়েছেন সোশ্যাল মিডিয়া। কারণ সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন অনেকেই ভাইরাল হচ্ছেন।

যদি আপনার প্রতিভা থাকে তবে মানুষ আপনাকে নিশ্চয়ই খুঁজে নেবে আর সেখান থেকেই মানুষ সুযোগ পেয়ে যাচ্ছেন সিরিয়াল কিংবা সিনেমায়। কেউ নিজের গান কেউ নাচ কেউ আবার আবৃত্তির ভিডিও শেয়ার করে ফেলছেন তেমনই এক যুবতী বর্তমানে ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। নাচের মাধ্যমে তিনি হাজার হাজার মানুষের মন জয় করে ফেলেছেন।

ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে কয়েক লাখ মানুষ এই নাচ দেখে ফেলেছেন খোলা আকাশের নিচে একটি হলুদ রঙের শাড়ি ও কালো ব্লাউজ পড়ে নাচ করেছেন তিনি। বলিউডের হরর মুভি মহড়ার টিপ টিপ বরসা পানি গানের সঙ্গে তাল মেলান তিনি।

ভিডিওটি দেখতে লিংকে ক্লিক করুনঃ https://www.instagram.com/reel/Cu12K1VoRPi/?utm_source=ig_embed&ig_rid=1a03b6af-43b1-47ee-bdb4-4adb695e27d5