সুন্দরী বৌদি ডোবার মধ্যে বড়শি দিয়ে টোপ পেতে দারুন কায়দায় শিকার করল কৈ মাছ ! বৌদিদের এমন কৌশল দেখে প্রশংসা নেটিজনদের, ভিডিও ভাইরাল !

ভিডিওর লিংক নিচে দেয়া হলঃ

বড়শি সাধারণত বাঁশের ছিপ বা লৌহ দণ্ডের সাথে সুতা বরা চিকনাকৃতির রশির সাথে সংযুক্ত থাকে যা ধরা মাছকে খুব সহজে ফাঁদের মধ্যে নিয়ে আসে।মাছ ধরার জন্যে বিশ্বে প্রচুর পরিমাণে বড়শি রয়েছে। বড়শির আকার, উদ্দেশ্য, এবং উপকরণ মাছ ধরার পদ্ধতির ওপর নির্ভরশীল।বড়শি দিয়ে সাধারণত সীমিত আকারে মাছ ধরার সম্ভব।

বড়শি দিয়ে মাছ ধরা পৃথিবীব্যাপী মানুষের অন্যতম একটি শখ। বড়শি দেখতে অনেকটা বাংলা এক (১) আকৃতির মতো। লোহার তৈরি বড়শির এই বাঁকানো দণ্ডের ওপরের অংশের সঙ্গে একটি সুতা বাঁধা থাকে। সুতার অন্য প্রান্তে থাকে বাঁশের শক্ত ও দৃঢ় কাঠি।বাঁশের এই শক্ত ও দৃঢ় কাঠিকে বলে ছিপ। মাছ ধরার জন্য বড়শিতে টোপ লাগিয়ে পানিতে ফেলা হয়। মাছ টোপ গিললে সুতায় টান পড়ে। তখন ছিপ দ্রুত টেনে তোলা হয়।

সুতার মাঝামাঝি থাকে ফাতনা, যা পানিতে ভেসে থাকে। টোপে মাছ ঠোকর দিলে ফাতনা নড়ে ওঠে।টোপ গিলে মাছ নড়াচড়া শুরু করলে ফাতনা নড়তে থাকে, ডুবুডুবু হয়। তাতে বোঝা যায় মাছ টোপ গিলেছে। তখন ছিপ দ্রুত তুলে নিতে হয়।বাঁশের তৈরি পাত্র খালুইয়ে ধরা পড়া মাছ রাখা হয়।মাছ ধরার জন্য বিশ্বে বিভিন্ন আকার ও আকৃতির বড়শি দেখা যায়।কী ধরনের মাছ ধরার কাজে ব্যবহৃত হবে তার ওপর নির্ভর করে বড়শির আকার ও আকৃতি পরিবর্তিত হয়।

বড়শি দিয়ে সাধারণত সীমিত আকারে মাছ ধরা সম্ভব।আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছি একটি যুবক হাউরে মাছ ধরতে যায়।সুতার মধ্যে বরশি দিয়ে ছোট ছোট মাছ গেতে দেয় এবং সে ক্ষেত্রে বড় বড় মাছ গুলো বোকা হয়ে যায়।হাওড়ে সকল বড় বড় মাছ তার ফাঁদে বন্দি হয়।যদি আপনাদের কাছে ভাল লাগে তাহলে নিচের ভিডিওটি দেখতে পারেন।

ভিডিওটি দেখতে লিংকে ক্লিক করুনঃ https://youtu.be/76_uqiRZrxs