মা হওয়ার পরিকল্পনা নিয়ে যা জানালেন ক্যাটরিনা

ক্যাটরিনা কাইফ ২০২১ সালের ডিসেম্বরে ভিকি কৌশলের সাথে বিয়ে করেছিলেন। বিয়ের পরে নায়িকার মাতৃত্বের গুজব বেশ কয়েকবার সামনে এসেছে।

এক মাসের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তার গর্ভধারণের খবর ছড়িয়ে পড়ে। এয়ারপোর্টে বা পার্টিতে যখন আপনি তাকে একটি চটকদার পোশাকে দেখেন, তখন ফিসফিস শুরু হয়- ক্যাটরিনা অবশ্যই গর্ভবতী।

পরিস্থিতি অনেক সময় এমন পর্যায়ে পৌঁছেছে, যে ক্যাটরিনার মুখপাত্র বিবৃতি দিয়ে জানিয়েছেন অভিনেত্রী প্রেগন্যান্ট নন। আসলে এটা বলিউডের পরিচিত ট্রেন্ড।

নায়িকা একবার বিয়ের সারলেই তার মা হওয়ার খবর নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ে সবাই। বিয়ের ছয় মাস না যেতেই গত বছর মা হয়েছেন আলিয়া। অনেকেরই প্রশ্ন, তাহলে ক্যাটরিনার প্ল্যানিং কী?

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, সূত্রের খবর, সন্তান নেয়ার চিন্তা-ভাবনা করছেন ভিকি-ক্যাটরিনা। ঘনিষ্ঠমহলে সেই নিয়ে আলোচনাও করেছেন তারকা দম্পতি।

সূত্রের খবর, ক্যাটরিনা আপতত নিজের প্রফেশন্যাল কমিটমেন্ট পূরণ করতে চান। এরপর লম্বা ব্রেক নেবেন তিনি। এই মুহূর্তে ক্যাটরিনার হাতে রয়েছে দুটি সিনেমা। বিজয় সেতুপতির সঙ্গে ‘মেরি ক্রিসমাস’-এর শুটিং বেশ খানিকটা অংশ বাকি।

অন্যদিকে ফারহান আখতারের ‘জি লে যার’সিনেমার শুটিং এখনও শুরুই হয়নি। আর সিনেমার কাজ শেষ করেই নাকি মাতৃত্বের পরিকল্পনা শুরু করবেন ক্যাটরিনা।

বন্ধুমহলে অভিনেত্রী বলেছেন, ‘ফারহান আখতার আর বিজয় সেতুপতির সঙ্গে আমি যে দুই ছবি করছি, তার কাজ শেষ হলেই সন্তানের পরিকল্পনা শুরু করব আমরা।’

এদিকে আগামীতে সালমান খানের সঙ্গে ‘টাইগার থ্রি’-তে দেখা যাবে ক্যাটরিনাকে।