
ঢালিউডের এ প্রজন্মের চিত্রনায়ক জায়েদ খান একটি বক্তব্য দিয়ে সম্প্রতি আলোচনায় এসেছেন। ক্যারিয়ারে অভিনয়ের চেয়ে বিভিন্ন ইস্যুতেই বেশি আলোচনায় থাকেন।
অভিনেতাকে ছাড়া নাকি কোনো মেয়ে বিয়েই করবেন না বলে মন্তব্য করেছেন এই তারকা। কটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেন জায়েদ।
জায়েদ খানের ওই বক্তব্য রীতিমতো ভাইরাল। সাক্ষাৎকারে জায়েদ বলেন, ‘আমার ফেসবুক ঘাঁটলে দেখবেন, অধিকাংশই মেয়ে। আমার কাছে যত ফোন আসে, যত গিফট পাই, সব মেয়েদের।
আমি মেয়েদের কাছ থেকে যত প্রেম নিবেদন পেয়েছি, সেটি সত্যিই অবিশ্বাস্য। আমাকে ছাড়া নাকি অনেক মেয়ে বিয়েই করবে না আজীবন। তাদের অনেক বোঝানোর চেষ্টা করেও কোনো লাভ হচ্ছে না।
অভিনেতা আরও বলেন, ‘আমি সব সময় নারীদের সম্মান করি। সম্মানের সঙ্গে কথা বলি। আর এ কারণেই অনেক মেয়েই আমাকে নিয়মিত ফোন দিচ্ছে। তারা আমার সঙ্গে প্রেম করতে চায়। আমাকে বিয়ে করতে চায়।’ বর্তমানে কারও সঙ্গে প্রেমের সম্পর্ক জড়িত নন বলে জানান জায়েদ। তবে ভালো লাগলে অবশ্যই প্রেম করবেন, আর যাকে ভালোবাসবেন তাকেই বিয়ে করবেন।