চলতি বছর ব্রাজিল-আর্জেন্টিনার প্রতিযোগিতামূলক ম্যাচ সূচি

দেখতে দেখতে ২০২৩ সালের চার মাস শেষ। ৮ মাস বাকি থাকলেও প্রতিযোগিতামূলক লড়াইয়ে সহসাই নামা হচ্ছে না লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার।

আরো চার মাস পর প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ খেলতে নামবে আলবিসেলেস্তে ও সেলেসাওরা।
সে সময় ২০২৬ ফুটবল

বিশ্বকাপের যোগ্যতা অর্জনের লড়াইয়ে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। আবার এর মাঝে চলতি বছরের নভেম্বরে সুপার ক্লাসিকোতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

২০২১ সালের পর কোপা আমেরিকার ফাইনালের পর বিশ্বকাপ বাছাইপর্বে এটাই হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর প্রথম ম্যাচ। ২০২৫ সালে ফিরতি ম্যাচে ব্রাজিলকে আতিথ্য দেবে আর্জেন্টিনা। সেটি হবে বাছাইপর্বের ১৪তম রাউন্ড।

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপে ৪৮ দল অংশ নেয়ায় দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে এবার ৬টি দল সরাসরি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। পয়েন্ট টেবিলে সপ্তম দলটিকে খেলতে হবে প্লে অফ। এর আগে দক্ষিণ আমেরিকা থেকে সরাসরি ৪টি দল বিশ্বকাপে সুযোগ পেত আর পঞ্চম দলটিকে প্লে অফ খেলে উঠে আসতে হতো।

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল ও আর্জেন্টিনার ২০২৩ সালের ম্যাচ

সেপ্টেম্বর, ২০২৩

ব্রাজিল–বলিভিয়া
আর্জেন্টিনা–ইকুয়েডর

পেরু–ব্রাজিল
বলিভিয়া–আর্জেন্টিনা

অক্টোবর, ২০২৩

ব্রাজিল–ভেনিজুয়েলা
আর্জেন্টিনা–প্যারাগুয়ে

উরুগুয়ে–ব্রাজিল
পেরু–আর্জেন্টিনা

নভেম্বর, ২০২৩

কলম্বিয়া–ব্রাজিল
আর্জেন্টিনা–উরুগুয়ে

ব্রাজিল–আর্জেন্টিনা।