
রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১ মে) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে আবওয়াবিদ ড.মোঃ আবুল কালাম মল্লিক এ তথ্য জানিয়েছেন।
পূর্বাভাসে বলা হয়,পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় মঙ্গলবার (২ মে) সন্ধ্যা ৬ টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা,ময়মনসিংহ, খুলনা,
সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’ এক জায়গায় দমকা হাওয়া এবং ঝড় হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও শীলা বৃষ্টি হতে পারে।
এছাড়া চট্টগ্রাম,রাঙ্গামাটি, ফেনী,কক্সবাজার ও বান্দরবান জেলা গুলোর উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে পাশাপাশি বর্ধিত ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।