
ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের জন্মদিন ছিল মঙ্গলবার ( ২৮ মার্চ)। জীবনের বিশেষ দিনে অসংখ্য ভক্ত-শুভাকাঙ্ক্ষীর শুভেচ্ছায় ভেসেছেন তিনি। একই সঙ্গে ইন্ডাস্ট্রির সহকর্মীদের ভালোবাসারও কমতি ছিল না।
এই বিশেষ দিনে অসংখ্য মানুষের কাছ থেকে পাওয়া শুভেচ্ছা আর ভালোবাসায় মুগ্ধতা প্রকাশ করেছেন ঢালিউড সুপারস্টার। বুধবার (২৯ মার্চ) সোশ্যাল মিডিয়া ফেসবুক
পেজে এক স্ট্যাটাসে এমনটাই জানালেন এ চিত্রনায়ক।শাকিব খান লিখেছেন, ‘সব প্রশংসা জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আপনাদের ভালোবাসায় সিক্ত ও প্রিয় হওয়ার সৌভাগ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন।’
এই অভিনেতা আরো জানান, গতকাল (২৮ মার্চ) আমার জন্মদিনে আপনারা যে ভালোবাসা দিয়েছেন তার কাছে আমি চিরঋণী। আমার বিশ্বাস, আজীবন এই ভালোবাসায় সিক্ত করবেন। আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা ও দোয়া সঙ্গে নিয়ে বাকি জীবন পার করতে চাই। জনপ্রিয় এ নায়কের পোস্টটি মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের। মাত্র এক ঘণ্টার ব্যবধানে পোস্টটিতে রিঅ্যাকশন পড়েছে ৩৫ হাজারেরও বেশি এবং মন্তব্য করেছেন প্রায় সাড়ে চার হাজার।