নিপুণের ছবিতে ওমর সানীর মন্তব্য ‘বুঝলাম না’

শোবিজের মধ্যবয়সী অনেক নায়িকা ফটোশুট করে আলোচিত হয়েছেন। সেই তালিকায় এবার নাম লেখালেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। অভিনয়ে খুব বেশি দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি।

আর সেখানেই খানিকটা খোলামেলা রূপে ধরা দিলেন এ নায়িকা। মঙ্গলবার (১৪ মার্চ) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডির প্রোফাইল ও কাভার ফটো পরিবর্তন করেন নিপুণ।

একই সময়ে তোলা দুটি ছবিতেই নজর কেড়েছেন তিনি। তবে নিপুণকে এমন রূপে দেখে নেটিজেনদের অনেকেই রীতিমত ধাক্কা খেয়েছেন। নিপুণের সহকর্মীরাও মন্তব্যের ঘরে বিস্ময় প্রকাশ করেছেন।

চিত্রনায়ক ওমর সানী লিখেছেন, ‘বুঝলাম না।’ যা নেটিজেনদের নজর কেড়েছে। অনেকেই তার সঙ্গে সহমত প্রকাশ করে লেখেন, ‘আমিও বুঝলাম না।’