
একজন মা, যার থেকে সন্তানদের কেড়ে নেওয়া হয়েছে। বিদেশের মাটিতে সন্তানদের ফিরে পেতে অনেক লড়াই করতে হয়েছে তাকে। সন্তানদের কাছ থেকে দূরে থাকতে হয়েছে অনেকটা সময়। সেই বিচ্ছেদ যন্ত্রণা নিয়ে নির্মিত
‘মিসেস চ্যাটার্জি ভার্সস নরওয়ে’ ছবিতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। এই ছবি দিয়ে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন তিনি। এর আগে ছবির এক প্রচার অনুষ্ঠানে রানি বলেন, আমার স্বামী কত নায়িকার সঙ্গে কাজ করে। আমি কেন অন্য প্রযোজকের সঙ্গে কাজ করতে পারব না?
শেষ কয়েক বছর স্বামী আদিত্য চোপড়ার প্রযোজনায় কাজ করছেন রানি। তবে ওই অনুষ্ঠানে তিনি জানান, ‘যশ রাজ ফিল্মস’-এ তিনি শুধু সীমাবদ্ধ নন। যে কোনো প্রযোজকের সঙ্গে কাজ করতে রাজি আছেন রানি।
রানি বলেন, আমার স্বামী কত নায়িকার সঙ্গে কাজ করে। আমি কেন অন্য প্রযোজকের সঙ্গে কাজ করতে পারব না? যেটা দরকার সেটা হলো ভালো চিত্রনাট্য। সেটা ‘যশ রাজ ফিল্মস’ এর হোক বা অন্য কিছুর। এ অভিনেত্রী বলেন, ছবিটি আদিত্যের খুব ভালো লেগেছে। অবাক হয়েছে দেখে। আমার মনে হয় না এর আগে আমি ওকে কোনো ছবি নিয়ে এতটা ভাবতে দেখেছি।
বাবা রাম মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি ‘বিয়ের ফুল’ দিয়ে ১৯৯৬ সালে পর্দায় এসেছিলেন রানি। একই বছরে হিন্দি ছবি ‘রাজা কি আয়েগি বরাত’-এ মূল চরিত্রে অভিনয় করেছিলেন প্রথম। ১৯৯৮ সালে আমির খানের বিপরীতে ‘গুলাম’ ছবিতে অভিনয় করে জনপ্রিয় হন রানি।
এর পরই শাহরুখ খানের সঙ্গে ‘কুছ কুছ হোতা হ্যায়’ তাকে প্রেমের ছবির সাড়া ফেলা নায়িকায় পরিণত করে। লম্বা কেরিয়ারে দাপিয়ে অভিনয় করেছেন তিনি। একসময় ইন্ডাস্ট্রির এক নম্বর অভিনেত্রী ধরা হত তাকে। যদিও বিয়ের আগে যত ঘন ঘন রানিকে পর্দায় দেখা গিয়েছে, আদিত্য চোপড়ার সঙ্গে বিয়ের পর তা কমেছে। শেষবার রানিকে দেখা গিয়েছিল ‘মর্দানি ২’-এ।