
জর্জ নামের এক যুবক তার সদ্য বিবাহিতা স্ত্রীকে নিয়ে আশীর্বাদ নেওয়ার জন্য গির্জায় গিয়েছিলেন। ফেরার পথে গাড়ি থেকে পানি কিনতে নামেন ওই যুবক। দোকানের সামনে যাওয়ার পরই দৌড়াতে শুরু করেন তিনি।
স্বামী পালিয়ে যাচ্ছেন দেখে গাড়ি নিয়ে তাড়া করেন স্ত্রী। কিছুক্ষণ যাওয়ার পরই প্রবল যানজটে আটকা পড়ে স্ত্রীর গাড়ি। এই সুযোগে পালিয়ে বাঁচলেন স্বামী।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুর চিক্কাবল্লাপুর জেলায়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস। প্রতিবেদনে বলা হয়,
ধারণা করা হচ্ছে জর্জ আতঙ্কের মধ্যে ছিলেন। কারণ তার সাবেক প্রেমিকা তাদের ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি ও ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। পালিয়ে যাওয়া জর্জ ফিরে না আসায় তার স্ত্রী পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন।
তার স্ত্রী বলছেন, “জর্জ তার সাবেক প্রেমিকার দ্বারা ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন। এ কথা জর্জ আমাকে বলেছে। পরে আমি তাকে আশ্বস্ত করি যে, আমি তার পাশে আছি। কারণ বিয়ের আগেই তাদের সম্পর্কের কথা আমাকে জানানো হয়। আগের প্রেমিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার প্রতিশ্রুতিতে আমি তাকে বিয়ে করি। কিন্তু এখন ব্ল্যাকমেইলের ভয়ে জর্জ পালিয়েছে। তার মধ্যে আত্মহত্যার প্রবণতাও ছিল। আশা করি সে ভালো আছে এবং শিগগিরই ফিরে আসবে।”
জানা গেছে, জর্জের প্রেমিকা গোয়া রাজ্যের বাসিন্দা। জর্জের পরিবার তাদের সম্পর্কের বিষয়ে জানার পর, ওই নারীর সঙ্গে সম্পর্ক চালিয়ে না যাওয়ার প্রতিশ্রুতি দেন। এরপর অন্য মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তার পরিবার।