শাকিবকে শ্রদ্ধা জানালেন বুবলী

প্রথমে অপু বিশ্বাস এবং পরে শবনম বুবলীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঢালিউড কিং শাকিব খান। কিন্তু টেকেনি কোনো সংসারই। আর অন্যদিকে বুবলী এবং অপুর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্নায়ুযুদ্ধ যেন লেগেই আছে।

কিন্তু এবার ঘটেছে ভিন্ন ঘটনা। প্রথম সন্তান আব্রাহাম খান জয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলার ভিডিও অন্তর্জালে শেয়ার করায় শাকিবকে ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছেন বুবলী। সম্প্রতি ওমানে অবস্থানকালে বাবা এবং ছেলের খুনসুটির ৫২ সেকেন্ডের ওই ভিডিও পোস্ট করে শাকিব

লেখেন, ওমানে শো এর আগে আব্রামের কল। নেটিজেনদের একাংশ ভাবছিলেন ফের কথা যুদ্ধে নামবেন বুবলী। সেটা না করে খানিক খোঁচা দিয়ে বুবলী

শাকিবের পোস্ট করা ভিডিওটি নিজের পেজে শেয়ার দিয়ে লিখেছেন, বাবারা তার সব সন্তানদের প্রতিই এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকুক। কারণ একজন বাবা তার সন্তানদের অন্যতম বন্ধু, অভিভাবক ও উত্তম পথ প্রদর্শক। ভালোবাসা এবং শ্রদ্ধা শাকিব খান।

শাকিব খান সাবেক স্ত্রী অপু বিশ্বাস সন্তানের খবর প্রকাশ্যে নিয়ে আসায় ২০১৭ সালের ২২শে নভেম্বর বিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২শে ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়। অপরদিকে, ২০১৮ সালের ২০শে জুলাই বিয়ে করেন আরেক চিত্রনায়িকা শবনম বুবলীকে।