সাকিব কে বদলে দিয়েছে তার দুই সন্তান

এখন আর আগের মতো অপরিণত নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্যারিয়ারের এতটা সময় পেরিয়ে বুঝতে পেরেছেন জীবন এবং ক্রিকেটের নানান দিক। বিশেষ করে তার জীবনবোধ বদলে দেয়ার পেছনে দুই মেয়ে অব্রি ও ইররামের অনেক বড় ভূমিকা- এমনটাই মনে করেন বিশ্বের অন্যতম সেরা এ অলরাউন্ডার।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে সাকিব বলেছেন, ‘অবশ্যই এখন আমি যত পারি কম ভুল করার চেষ্টা করি। সময়ের সঙ্গে সঙ্গে আমি বিয়ে করেছি, দুইটা বাচ্চা হয়েছে। আমি এখন জীবন এবং খেলা আরও ভালো বুঝতে পারি। বিশ বছর বয়সে আমি যেমন ছিলাম, তার চেয়ে অনেক বেশি শান্ত ও স্থির এখন। আমি অনেকটাই বদলে গেছি। মানুষ এখন আর আমাকে বেশি ভুল করতে দেখবে না। দুই মেয়ে আমার জীবনটা পুরোপুরি বদলে দিয়েছে।’