
ফুটবল বিশ্বে ব্রাজিল-আর্জেন্টিনার খেলার দর্শক ও কোটি ফুটবল প্রেমী । ব্রাজিল-আর্জেন্টিনার খেলার লড়াই মানেই অন্যরকম দর্শকদের মনে উত্তেজনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ দেখতে অপেক্ষা করেন কোটি ফুটবল প্রেমী। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়নি। অনেকদিন ধরে দেখা যায়নি আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথও। ভক্তদের জন্য সুখবর, আগামী সেপ্টেম্বরেই দেখা যাবে দুই দলের খেলা।
আর্জেন্টিনার গণমাধ্যম জানিয়েছে, ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ের আগে প্রীতি ম্যাচে মুখোমুখি হতে পারে লাতিন আমেরিকার দুই পরাশক্তি। করোনার কারণে স্থগিত থাকা লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব ফের ৮ অক্টোবর থেকে মাঠে গড়ানোর কথা। এর আগে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
করোনা ভাইরাসের কারণে ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা ম্যাচটির দিনক্ষণ, ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। তবে ম্যাচটি ইউরোপের কোনো দেশে হতে পারে এবং স্টেডিয়ামে দর্শক রাখারও চিন্তা করছে এএফএ। গত নভেম্বরে উরুগুয়ের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। এই প্রীতি ম্যাচে দুই দলে দেখা যেতে পারে দুই সুপারস্টার লিওনেল মেসি আর নেইমারকে। তাই করোনাপরবর্তী সময়ে একটা জমজমাট ফুটবল লড়াই দেখার অপেক্ষায় থাকতেই পারেন ভক্তরা।