
আন্ডার আর্ম বা বাহুর নিচের কালো দাগ দূর করবেন তাই ভাবছেন? বগলের কালো দাগ এর কারণে স্লিভলেস ড্রেস পরা যায় না। শুধু তাই নয়, সুইমিংসুট পরতে গেলে অথবা পার্লারে বিভিন্ন ট্রিটমেন্ট নিতে গেলেও বিব্রত অবস্থায় পড়তে হয়।








কীভাবে এই অবস্থা থেকে মুক্তি পাবেন জানতে চান? বেশি কিছু না মাত্র একটি ঘরোয়া উপায় আমি ব্যবহার করেছি আর দাগ ভ্যানিশ। চলুন তবে জেনে নেয়া যাক সেই উপায় সম্পর্কে-








যা যা লাগবে: বেকিং সোডা এক চা চামচ, চালের গুঁড়া দুই চামচ, টুথপেস্ট, অ্যাপেল সাইডার ভিনেগার এক চা চামচ।








যেভাবে ব্যবহার করবেন: প্রথমে একটি বাটিতে বেকিং সোডা, চালের গুঁড়া মিশিয়ে নিন।এবার এতে টুথপেস্ট, আপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিন । প্রত্যেকটি জিনিস একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন।








এবার বগলের কালো দাগে হাত দিয়ে এই প্যাকটি লাগিয়ে ম্যাসাজ করুন। যত ভালো করে ম্যাসাজ করবেন তত ভালো ফল পাবেন। ১৫ থেকে ৩০ মিনিট মতো ম্যাসাজ করুন। ঠাণ্ডা পানি দিয়ে ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।