মুখের অবাঞ্ছিত লোম দূর করার সহজ কৌশল

অনেক নারীর মুখেই এমন লোম দেখা দেয়। অনেকটা পুরুষের দাড়ির মতো লাগে। মুখের সব সৌন্দর্য ম্লান করে দেয় নিমিষেই। সাধারণত হরমোন সংক্রান্ত সমস্যার কারণে ঠোঁটের উপরে লোম দেখা দেয়। বিভিন্ন হেয়ার রিমুভাল ক্রিম, বিউটি ট্রিটমেন্ট, ফেসিয়াল করা হয় এই লোম দূর করার জন্য।

মাসে মাসে এর জন্য বড় অংকের টাকা খরচ করলেও পুরোপুরি দূর করা যায় না কিছুতেই। আবার এসব কেমিকেল পণ্য ব্যবহারে হতে পারে ত্বকের নানা সমস্যা। তবে ঘরোয়া প্রাকৃতিক উপাদান ব্যবহারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই মুখের অবাঞ্ছিত লোম দূর করতে পারবেন। চলুন জেনে নেয়া যাক পদ্ধতিগুলো-

চিনি ও লেবুর রস-দুই টেবিল চামচ চিনি ও লেবুর রস এবং ৮-৯ টেবিল চামচ পানি নিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। এবার সেটাকে গরম করুন যতক্ষণ না বাবলস বেরোচ্ছে। তারপর মিশ্রণটা ঠাণ্ডা হতে দিন।

ঠাণ্ডা হয়ে গেলে ঠোঁটের ওপরে লাগান। ২০-২৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। লেবুর রস প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে। গরম চিনি ঠোঁটের ওপরের লোমের সঙ্গে লেগে যায়, যা লোমগুলোকে তুলতে সাহায্য করে।

ডিম ও কর্নস্টার্চ-এক টেবিল চামচ কর্নস্টার্চ ও চিনির সঙ্গে ডিমের সাদা অংশ মেশান। যে জায়গার লোম দূর করতে চাইছেন সেখানে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। নিয়মিত কয়েকদিন এই মিশ্রণ ব্যবহার করুন দেখবেন খুব তাড়াতাড়ি রেহাই মিলবে এই সমস্যা থেকে।