
কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর বাজারের উত্তর পাশে গোমতী নদীর বাঁধ ধসে যাওয়া স্থান শুক্রবার (২৪ জুলাই) পরিদর্শন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর। এ সময় উপস্থিত ছিলেন, বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আখলাক হায়দার, বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরুল হাসান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল লতিফ, সড়ক বিভাগের উপ-প্রকৌশলী, বুড়িচং উপজেলা আওয়ামীলীগের যুব ক্রিড়া সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা সন্তান মো. বিল্লাল হোসেন ঠিকাদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসক আবুল ফজল মীর পরিদর্শনের সময় গোমতী নদীর বাঁধ ধসে যাওয়া স্থান দ্রুত মেরামত করার পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দকে নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য, গত কয়েকদিনের ভারি ও হালকা বৃষ্টির ফলে গোবিন্দুপুর বাজারের উত্তর পাশ দিয়ে হারুন মেম্বারের বাড়ির সীমানা পযন্ত ব্যাপক এলাকা ধসে যাওযায় এলাকাবাসী ও যান চলাচলে হুমকির সম্মুখিন হতে হচ্ছে।
এলাকাবাসী জানায়- দীর্ঘদিন ধরে এই এলাকায় গোমতী নদী থেকে মাটি ও বালু উত্তলন করে আসছিল একদল প্রভাবশালী ব্যক্তিরা যার ফলে কিছু কিছু অনেক গভীর হয়ে গেছে এবং গোমতীর আইল দিয়ে নতুন সড়ক তৈরীর সময় আইলের নিকটবতী স্থান থেকে মাটি কেটে ভরাট করে সড়ক তৈরীর ফলে আজ বৃষ্টির পানিতে তা ভেঙ্গে পড়ছে।বিষয়টি অত্যান্ত জরুরী ও জনগুরুত্ব বিধায় অচিরেই তা মেরামতে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।