
বিশ্বে করোনার পরিস্থিতি স্বাভাবিক হবার কোন লক্ষনই দেখা যাচ্ছে না। কোথাও কোথাও আগের চেয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে আবার কোথাও কমছে। তবে প্রতিনিয়ত বিশ্বে বাড়ছে মোট সংখ্যা। প্রাণঘাতি এই করোনায় শনিবার (২৫ জুলাই) সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মারা গেছেন ৬ লক্ষ ৪২ হাজার ৬শ ২২ জন। এছাড়া মোট আক্রান্ত হয়েছে ১ কোটি ৫৯ লক্ষ ৩৯ হাজার ১শ ৭৫ জন। ইতোমধ্যে ভাইরাসটি বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৪৮ হাজার আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪৮ হাজার মানুষের। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ব্রাজিলে। সেখানে ২৩ লাখ ৪৮ হাজার মানুষ করোনায় আক্রান্ত এবং মারা গেছে ৮৫ হাজার ৩শ ৮৫ জন।এর পরের অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত ১৩ লক্ষ ছাড়িয়েছে। এছাড়া মারা গেছে ৩১ হাজারেরও বেশি মানুষ।